
-
04 Feb 2025
Green HR Professionals' Bangladesh 8
অদ্য বিকেল ৪ ঘটিকায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কর্তৃক আয়োজিত- জাতীয় শিক্ষা-সেবা পরিষদের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ড. এম. শমশের আলী স্যারের ইন্তেকালে, স্মরণসভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
এ আয়োজনে Green HR Professionals' Bangladesh এর প্রেসিডেন্ট, Raoshon Ali Bulbul ও তাঁর টিম সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্যারের শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রফেসর এবং নানা প্রফেশনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি, তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।
#স্মরণসভা #দোয়া_মাহফিল #GreenHRFoundation #প্রফেসর_ড_এম_শমশের_আলী #শিক্ষাবিদ #বাংলাদেশ